শনিবার রাতভর সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’
প্রকাশিত : ২২:০৬, ৮ ফেব্রুয়ারি ২০২৫ | আপডেট: ২২:০৮, ৮ ফেব্রুয়ারি ২০২৫
![](https://www.ekushey-tv.com/media/imgAll/2020June/14-2502081606.jpg)
গতকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনার পরিপ্রেক্ষিতে আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) থেকে সারা দেশে বিশেষ অভিযান পরিচালনা করবে যৌথ বাহিনী। এ অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু করতে ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
সূত্রটি আরও জানিয়েছেন, শনিবার রাত দশটার পরই মূলত অপারেশনটি শুরু হবে। তবে প্রথম দিনে কোন কোন স্থানে অপারেশনটি চলবে সে বিষয়ে কিছু জানা যায়নি।
এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে আজ পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল রোববার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
গণমাধ্যমে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এদিকে শুক্রবার রাতের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। এরপরই গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম খান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে।
শনিবার বিকেলে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাজবাড়ী সড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচিতে গিয়ে তিনি বলেন, গতকাল রাতে যে ঘটনাটি ঘটেছে, তাতে পুলিশ বাহিনীর পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি। আমি ব্যর্থতা স্বীকার করে নিচ্ছি। হামলাকারী কাউকে ছাড়া হবে না, প্রতিটি হামলার জবাব দেওয়া হবে। যেসব পুলিশ রেসপন্স করতে দেরি করেছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেব।
অন্যদিকে শনিবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শীর্ষনেতা ও জাতীয় নাগরিক কমিটির মূখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতের মধ্যে যদি গাজীপুরের ছাত্র জনতার ওপর হামলার সঙ্গে জড়িত গ্রেপ্তার করা না হয় তাহলে তারা সরকার ও পুলিশের বিপক্ষে অবস্থানে চলে যাবে।
তিনি বলেন, আজকে রাতের মধ্যে যদি গাজীপুরের ছাত্র জনতার ওপর হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা না হয় তাহলে সরকার ও পুলিশের বিপক্ষে অবস্থা নেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক বলেন, মিডিয়ার এতো তেল কেন? তারা এখনও আকম মোজাম্মেল হককে কীভাবে সম্মান দিয়ে সাবেক মন্ত্রী বলে।
অপরদিকে শুক্রবারের ঘটনায় এরমধ্যেই ১৬ জনকে গ্রেফতার করেছে গাজীপুর পুলিশ।
জেলা পুলিশ সুপার ড. নাজমুল করিম খান জানান, পুলিশ ১৬ জনকে গ্রেফতার করেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। বাকীদেরও শুক শিগগিরই আইনের আওতায় আনা হবে।
এ বিষয়ে পুলিশ কমিশনার বলেন, আমি আপনাদের বলতে চাই, আমরা একে একে তাদেরকে খুঁজে বের করব। আমি নিশ্চয়তা দিতে চাই, এখানে যারা পুলিশ আছে, রেসপন্স করতে দেরি করেছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব। আমি শুনেছি দুই ঘণ্টা পরে আমার ওসি আপনাদের ডাকে সাড়া দিয়েছেন, আমি আপনাদের এই মুহূর্তে বলতে চাই, আমি তাকে সাসপেন্ড (বরখাস্ত) করব।
এসএস//
আরও পড়ুন