ঢাকা, বুধবার   ১৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শপথ নিলেন ফেরদৌস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৫, ৯ জুলাই ২০১৭ | আপডেট: ১১:০৫, ৯ জুলাই ২০১৭

ছবি:  ফেরদৌস

ছবি: ফেরদৌস

Ekushey Television Ltd.

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে নবনির্বাচিত সদস্য হিসেবে অবেশেষে শপথ নিচ্ছেন চিত্রনায়ক ফেরদৌস।
শনিবার  এফডিসির শিল্পী সমিতির অফিসে এই শপথ অনুষ্ঠিত হয়। ফেরদৌস কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তাকে শপথবাক্য পাঠ করান শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর।

এসময় অন্যান্যের মধ্যে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান , চিত্রনায়িকা অঞ্জনা , সাদিকা পারভিন পপি, চিত্রনায়ক রিয়াজ উপস্থিত ছিলেন।

ফেরদৌস বলেন , আমার শপথ নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছে, আমি মৌসুমীর জায়গায় শপথ নিচ্ছি। আসলে বিষয়টি তা নয়। আমি তো নির্বাচিত সদস্য। আগের শপথ অনুষ্ঠানের সময় দেশে ছিলাম না। তাই অংশ নিতে পারিনি। তাই গতকাল শপথ অনুষ্ঠানে অংশ নিয়েছি । আশা করছি আরও গতিশীল হবে শিল্পী সমিতির কার্যক্রম। ’

এ সময়  যৌথ প্রযোজনার সিনেমা প্রসঙ্গে ফেরদৌস বলেন ,  ‘আমি যৌথ প্রযোজনার সিনেমা বিপক্ষে নই। নিয়ম মেনে যৌথ প্রযোজনা সিনেমা তৈরী হোক এটা আমি চাই। ’

প্রসঙ্গত,  গত ৫ মে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে মিশা সওদাগর সভাপতি ও জায়েদ খান সম্পাদক পদে বিজয়ী হন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি