শপথ নিলেন ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম
প্রকাশিত : ১১:০৮, ১ জুলাই ২০২৪
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ২য় বারের মত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান মিরাজুল ইসলাম শপথ গ্রহণ করেছেন। এর পূর্বে ২০১৯ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদের নির্বাচনে মিরাজুল ইসলাম প্রথম বিনাপ্রতিদ্বন্দ্বিতায় উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
রোববার (৩০ জুন) বিকাল ৪টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমীতে বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো: শওকত আলী আনুষ্ঠানিকভাবে শপথবাক্য পাঠ করান।
একই সাথে উপজেলা পরিষদের নির্বাচিত ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা ও মহিলা ভাইস চেয়ারম্যান মালিকা পারভীনকেও শপথবাক্য পাঠ করানো হয়। পরে তাদের ফুল দিয়ে উষ্ণ শুভেচ্ছা জানান বরিশাল অতিরিক্ত বিভাগীয় কমিশনারগণ।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো: শওকত আলী সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের বরিশাল বিভাগের পরিচালক মোঃ ওয়াহেদুর রহমান।
এ সময় বরিশাল বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), সহকারী কমিশনার, সিনিয়র সহকারী কমিশনারগণ উপস্থিত ছিলেন।
একই দিন একই সময় একই স্থানে গৌরনদী, আগৈলঝাড়া, তজুমদ্দিন, লালমোহন, পটুয়াখালী সদর, মঠবাড়িয়া, বামনা, পাথরঘাটা, রাজাপুর ও কাঠালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ৬ষ্ঠ উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনে ভান্ডারিয়ায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন করে প্রার্থী থাকায় তাঁদের বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করে গত ১২ মে গণবিজ্ঞপ্তি জারি করে রিটার্নিং কর্মকর্তা ও পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাধবী রায়।
শপথ গ্রহণ শেষে ভান্ডারিয়া উপজেলা পরিষদ ও প্রশাসন এবং উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও এর অংগ সহযোগী সংগঠনের উদ্যোগে সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অংগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, মুক্তিযোদ্ধাগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা টানা ২য় বারের মত উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মিরাজুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করে।
রাতে উপজেলা পরিষদে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা ও মহিলা ভাইস চেয়ারম্যান মালিকা পারভীনকে সংবর্ধনা সম্মাননা স্মারক ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন আরাফাত রানা, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর হাসান তুরান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবর্ধনা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এএইচ
আরও পড়ুন