ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শফিক রেহমান সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার নয় অভিযোগ ফখরুলের

প্রকাশিত : ১৪:৩১, ২৩ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৪:৩১, ২৩ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

Fakrulশফিক রেহমানকে কোনো সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নয়, শুধু সজীব ওয়াজেদ জয়ের ফেসবুক স্ট্যাটাসের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে, বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ফখরুল এই অভিযোগ করেন। বলেন, মার্কিন আদালতে জয়কে অপহরণ ও হত্যার অভিযোগ আমলে না নিলেও শুধু জয়ের ফেসবুক স্টাটাসের ওপর ভিত্তি করে শফিক রেহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি  আরও বলেন, বিএনপি নেতারা এর সঙ্গে জড়িত বলে আওয়ামী লীগের নেতারা যে অপপ্রার চালাচ্ছে তা অমানবিক ও নিপীড়নমূলক।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি