ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

শব্দ দূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৪, ১৭ জুলাই ২০২৩

পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন“শব্দদূষণনিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলকপ্রকল্প”এর আয়োজনে ১৭ জুলাই ২০২৩ সোমবার  রাজধানীর বিয়াম মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের নিয়ে শব্দ সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

এই  প্রতিষ্ঠানের মিলনায়তনে অনুষ্ঠিত সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থতি ছিলেন বিয়াম ফাউন্ডেশনের পরিচালক (শিক্ষা) মুহম্মদ হিরুজ্জামান, এনডিসি, (যুগ্মসচিব)।

শব্দদূষণনিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ফজলে এলাহীর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুর হওয়া সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ সাজ্জাদুর রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাহানা হক এবং বিয়াম মডেল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ নূরে দীবা।

প্রশিক্ষণের মূল প্রবন্ধ পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন প্রকল্পের ট্রেনিং এন্ড ক্যাম্পেইন স্পেশালিষ্ট গাজী মহিবুর রহমান। শব্দদূষণ কিভাবে শিক্ষার্থীদের উপর নেতিবাচক প্রভাব ফেলছে এ সংক্রান্ত একটি ভিডিও অনুষ্ঠানের শুরুতে প্রদর্শন করা হয়।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি