ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪

শরণখোলা প্রেসক্লাবের সভাপতি লিটন, সম্পাদক মহিদুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৬, ২২ অক্টোবর ২০২৩

বাগেরহাটের শরণখোলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ অক্টোবর) সকাল ১০টায় প্রথম অধিবেশনে সাধারণ পরিষদের সভায় ক্লাবের আয়-ব্যয় হিসাব প্রদান করা হয়। দ্বিতীয় অধিবেশনে নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে কণ্ঠভোটে প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি ইসমাইল হোসেন লিটনকে সভাপতি ও কালের কণ্ঠ প্রতিনিধি মহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। 

নির্বাচন পরিচালনা করেন ক্লাবের আজীবন সদস্য ও সাবেক তিন সভাপতি যথাক্রমে শেখ মোহাম্মদ আলী, বাবুল দাস ও আসাদুজ্জামান মিলন।

কমিটির কর্মকর্তারা হলেন, সহ-সভাপতি নজরুল ইসলাম আকন (৭১ টিভি-জনকণ্ঠ), যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান আকন (সময়ের খবর), কোষাধ্যক্ষ আসাদুজ্জামান স্বপন (দেশ সংযোগ), প্রচার-প্রকাশনা ও দফতর সম্পাদক মাহাফুজুর রহমান বাপ্পি (এস টিভি-ভোরের ডাক), নির্বাহী সদস্য-১ শেখ মোহাম্মদ আলী (ইত্তেফাক-জন্মভূমি), নির্বাহী সদস্য-২ বাবুল দাস (যুগান্তর-পূর্বাঞ্চ), নির্বাহী সদস্য-৩ আসাদুজ্জামান মিলন (নিউ নেশন), নির্বাহী সদস্য-৪ আমিনুল ইসলাম সাগর (ভোরের দর্পন), নির্বাহী সদস্য-৫ হুমায়ুন কবির (সমকাল)। 

এমএম//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি