ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

শরীয়তপুরে ৪ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

প্রকাশিত : ০৯:৫২, ১৮ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১০:৩৩, ১৮ ফেব্রুয়ারি ২০১৯

ঘন কুয়াশার কারণে ভোর রাত চারটা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নৌরুট কাঁঠালবাড়ী-শিমুলিয়ায়। প্রায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর আজ সোমবার সকাল ৮টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে । 

ভোর ৪টার দিকে কুয়াশার মাত্রা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে বন্ধ রাখা হয় ফেরি চলাচল। পরে কুয়াশা কেটে গেলে সকাল ৮টা থেকে ফেরি চলাচল শুরু হয়। এ সময় মাঝপদ্মায় আটকে থাকে ৪টি ফেরি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাতে মেঘনা অববাহিকায় কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। ফলে নৌদুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। সকাল ৮ টা থেকে আবার স্বাভাবিক ভাবে ফেরি চলাচল শুরু করে।

পারাপার বন্ধ থাকায়, শরীয়তপুরের নরসিংপুর ফেরিঘাট থেকে খায়েরপট্টি পর্যন্ত ৩ কিলোমিটারের বেশি সড়কে তীব্র যানজটের দেখা দিয়েছে। এসময় উভয় ঘাটে বেশকিছু যানবাহন পারাপারের অপেক্ষায় আটকা পড়ে। এখন যানবাহন চলাচলও স্বাভাবিক হয়েছে।

বিআইডব্লিউটিসির শরীয়তপুর ইব্রাহিমপুর ঘাটের ম্যানেজার আবদুস ছাত্তার জানান, কুয়াশার ঘনত্ব বাড়ার কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব যখন কমে যাওয়ার পর পুনরায় ফেরি চলাচল শুরু হয়। 

 

টিআর/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি