ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শরীয়তপুরে ৭ টি ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনা ঘটেছে

প্রকাশিত : ১৭:১৩, ১৫ মার্চ ২০১৬ | আপডেট: ১৭:১৩, ১৫ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

Dakatiশরীয়তপুরের গোসাইরহাটে ৪টি স্বর্ণের দোকানসহ ৭ টি ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গেলো সোমবার রাতে ৬০/৭০ জন সদস্যের ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় গোসাইরহাট বাজারে। এসময় তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে ৪টি স্বর্ণের দোকানসহ মোবাইল ও মুদি দোকান ভাঙচুর করে। তালা ভেঙ্গে লুট করে দোকাগুলোর স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র। এসময় দোকানে ঘুমিয়ে থাকা সুকমল, সুধাংশু ও আলমগীর হোসেন বাধা দিলে তাদেরকে গুলি ও কুপিয়ে জখম করে পালিয়ে যায় ডাকাতরা। এদিকে গেলো রাতে ডাকাতির প্রস্তুতির সময় বরগুনা সদরের পুরাকাটা এলাকা থেকে দেলোয়র নামে এক ডাকাত সর্দারকে আটক করে পুলিশ। এসময় তার কাছ থেকে বেশকিছু গোলাবারুদ ও অস্ত্র উদ্ধার করা হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি