ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শহিদুল আলমের কাজ প্রশংসার দাবিদার: অমর্ত্য সেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৭, ২৬ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

কারাবন্দি আলোকচিত্রী শহিদুল আলমের দীর্ঘ দিনের কাজকে প্রশংসা করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। অমর্ত্য সেন আলোকচিত্রীকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে তার সাহসী সাংবাদিকতার সমর্থন দিয়েছেন।

শহিদুল আলমের পক্ষে প্রচারণা চালানো ভারতীয় আলোকচিত্রীদের একটি দলের কাছে অমর্ত্য সেন বলেন, গণতন্ত্রের জন্য ফটোসাংবাদিকতার ভেতর দিয়ে হোক বা অন্যভাবে গণতন্ত্রে মতপ্রকাশের স্বাধীনতা খুবই গুরুত্বপূর্ণ। দুর্দান্ত দক্ষতা ও সাহসিকতার সঙ্গে দীর্ঘকাল ধরে কাজ করতে থাকা শহিদুল আলমের কাজগুলোর প্রশংসা করার যৌক্তিকতা আছে। তাঁর কাজ নিন্দার বদলে প্রশংসার দাবিদার।

গত ৫ আগস্ট রাতে শহিদুল আলমকে তার ধানমণ্ডির বাসা থেকে আটক করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরে সরকারের বিরুদ্ধে গুজব ও ভুল তথ্য প্রচারের অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। বিচারিক আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মার্কিন ভাষাতাত্ত্বিক নোয়াম চমস্কি, লেখক অরুন্ধতী রায়, লেখকদের সংগঠন পেন ইন্টারন্যাশনাল, সাংবাদিকদের সংগঠন আরএসএফ, কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে) শহিদুল আলমের পক্ষে বিবৃতি দেয়।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি