ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪

শহীদ মিনারে আনা হচ্ছে আমজাদ হোসেনের মরদেহ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৫, ২২ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১২:৩০, ২২ ডিসেম্বর ২০১৮

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য জাতীয় শহীদ মিনারে আনা হচ্ছে খ্যাতিমান নির্মাতা আমজাদ হোসেনের মরদেহ। এরপর নেওয়া হবে এফডিসি ও চ্যানেল আই প্রাঙ্গণে। সেখান থেকে আজ বিকাল নাগাদ মরদেহ নিয়ে যাওয়া হবে এই চলচ্চিত্রকারের জন্মস্থান জামালপুরে। সেখানেই সমাহিত হবেন আমজাদ হোসেন।
উল্লেখ্য, ১৪ ডিসেম্বর বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৭ মিনিটে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই নির্মাতা।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি উদ্যোগে উন্নত চিকিৎসার জন্য প্রখ্যাত এই চলচ্চিত্রকারকে ২৭ নভেম্বর দিবাগত রাতে এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয়েছিল বামরুনগ্রাদ হাসপাতালে। এর আগে ১৮ নভেম্বর সকালে নিজ বাসায় ঘুমের মধ্যে স্ট্রোকে আক্রান্ত হন আমজাদ হোসেন। পরে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়।

গতকাল শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজে ঢাকায় পৌঁছায় নন্দিত চলচ্চিত্রকার আমজাদ হোসেনের মরদেহ। 

এসএ/

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি