ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

শহীদুল ইসলাম খোকন আর নেই

প্রকাশিত : ১১:০৪, ৪ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৩:৫৩, ৪ এপ্রিল ২০১৬

না ফেরার দেশে চলে গেলেন, ঢাকাই ছবির খ্যাতিমান পরিচালক শহীদুল ইসলাম খোকন। সকাল সোয়া ৮ টার দিকে রাজধানীর উত্তরায় একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। তার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। আজই বাদ আসর এফডিসিতে খোকনের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন ও নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে স্বজনরা জানিয়েছেন। এমনি অসংখ্য জনপ্রিয় বাংলা চলচ্চিত্র পরিচালনা করেছেন শহীদুল ইসলাম খোকন। পরিচালনার পাশাপাশি বিভিন্ন সময় অভিনয় করলেও চলচ্চিত্র নির্মাণই ছিল তাঁর প্রথম পছন্দ। কাজের মধ্য দিয়ে তার অসংখ্য প্রমাণও রেখে গেছেন গুনী এই চলচ্চিত্রকার। জীবনের প্রথম ছবি ‘রক্তের বন্দী’ ব্যবসা সফল না হলেও ‘লড়াকু, নির্মাণের পর আর পেছন ফিরে তাকাতে হয়নি গুনি এই নির্মাতাকে। ‘ঘাতক’, ‘পালাবি কোথায়’, ‘লাল সবুজ’, ‘ম্যাডাম ফুলি’, ‘ভন্ড’সহ অসংখ্য ব্যবসা সফল চলচ্চিত্র উপহার দিয়েছেন দর্শকদের। সমাজের নানা সমস্যার পাশাপাশি মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং সমাজবিরোধী শক্তির অপচেষ্টা ফুটিয়ে তুলেছেন তাঁর নির্মাণে। ২০১৪ সালে তিনি মুখগহ্বরের মটরনিউরো নামে জটিল রোগে আক্রান্ত হন । উন্নত চিকিৎসার জন্য ওই বছরই তাঁকে যুক্তরাষ্ট্রে নেয়া হলেও এই রোগের চিকিৎসা না থাকায় নিউইয়র্কের বেলভিউ হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে দেশে পাঠিয়ে দেন। পরে দেশে ফিরে, গেলো বছরের ৩১ ডিসেম্বর আবারো ভর্তি হন হাসপাতালে। দীর্ঘদিন চিকিৎসাধীন থেকে সোমবার সকালে মারা যান । তাঁর মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।    
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি