ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

শাওনের ‘ইলশেগুঁড়ি’ (ভিডিও)

প্রকাশিত : ০৯:৫৬, ২৩ এপ্রিল ২০১৯ | আপডেট: ২৩:৪৯, ২৪ এপ্রিল ২০১৯

মেহের আফরোজ শাওন। বহু প্রতিভাধর এই তারকা একটা সময় মিডিয়াতে বেশ সরব ছিলেন। বিশেষ করে প্রয়াত কথা সাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের বহু নাটক ও সিনেমায় তাকে দেখা গেছে। শুধু অভিনয় নয়, শাওনের অসাধারণ গানের ভক্তও কম নয়।

শাওন নিজে নজরুল সংগীত শিল্পী। গান করেন সেই ছোটবেলা থেকেই। যদিও এসব কথা কমবেশি সবার জানা আছে। যারা শাওনের গান পছন্দ করেন, তাদের জন্য নতুন খবর। ২২ এপ্রিল, সোমবার প্রকাশ পেয়েছে তার নতুন গান ‘ইলশেগুঁড়ি’।

এ প্রসঙ্গে শাওন বলেন, ‘ইলশেগুঁড়ি’ একটা ঘোর লাগা গান। কেমন যেন মায়া মায়া! বহুদিন পর নিজের জন্য গান করলাম। চলচ্চিত্রের জন্য গান করা হয়েছে মাঝে। ‘ইলশেগুঁড়ি’র ভিডিওর জন্য ৮ বছর পর ক্যামেরার সামনেও দাঁড়ালাম। কিছুটা আড়ষ্ট ছিলাম। প্রথম শটের পরই তা কেটে যায়। পরিচালক আমার ভালো বন্ধু। সে যেমনভাবে বলেছে তাই করে গেছি।’

‘ইলশেগুঁড়ি’ গানটির কথা লিখেছেন জুলফিকার রাসেল এবং সুর করেছেন কলকাতার তুমুল জনপ্রিয় শিল্পী নচিকেতা চক্রবর্তী। সোমবার ধ্রুব মিউজিক স্টেশনে গানটির মিউজিক ভিডিও প্রকাশ করা হয়।

গানটি দেখুন :

এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি