ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

শাকিবের অভিযোগ, কেন অপু একা গেলেন!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৬, ১৯ নভেম্বর ২০১৭ | আপডেট: ১০:৫৭, ২১ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

‘ছেলে জয়কে তালাবন্দী’ ইস্যুতে অপু-শাকিবের পারস্পরিক দ্বন্দ্ব তুঙ্গে। বিষয়টি নিয়ে কলকাতা থেকে দেশের একাধিক সংবাদমাধ্যমে বক্তব্য দিয়ে যাচ্ছেন অপু। এসব বক্তব্যে তিনি তার অবস্থান ব্যাখ্যা করার চেষ্টা করছেন। অপরদিকে শাকিবও সেই বক্তব্যের জবাব দিচ্ছেন।

অপুর বক্তব্য, একটা চাবি তার কাছে আছে। কিন্তু তিনি তালা মেরে আসেননি। তালা ভেতর থেকেই লাগানো হয়েছে। আর তালা দেখে শাকিব কেন তাকে (অপু) ফোন দেননি।

কিন্তু শাকিব বিষয়টি কিছুতেই মেনে নিতে পারছেন না।

বিষয়টি নিয়ে শাকিব বলেন, এমন কি অসুস্থ হলো যে তার বাংলাদেশে চিকিৎসা নেই? কিছু হলে তো বাচ্চার কথা সবসময়ই বলে অপু। আমার কথা হচ্ছে, বাচ্চার জন্য মায়া থাকলে কেন সঙ্গে নিয়ে গেল না?

উল্লেখ্য, অপু বিশ্বাস চিকিৎসার জন্য কলকাতায় গেছেন। আর ছেলে আব্রাম খান জয়কে রেখে গেছেন বাড়িতে। যাওয়ার সময় বাড়ির সবাইকে সতর্ক থাকার জন্য তিনি ঘরের বাইরে তালা দিয়ে রাখতে বলে যান। কিন্তু বিষয়টি শাকিবের কানে গেলে সে ছুটে আসেন অপুর বাড়িতে। আর এসে ঘরে তালা দেখে ক্ষেপে যান তিনি।

 

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি