ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শাকিবের বাবা জানেন না ডিভোর্সের খবর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৪, ৪ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

শাকিব খানের বাবা আবদুর রব জানেন না ছেলের ডিভোর্সের খবর। সন্ধ্যায় মিডিয়াকর্মীদের সঙ্গে আলাপ কালে শাকিবের বাবা বলেন, শাকিব ওর স্ত্রী অপুকে ডিভোর্স দিয়েছে কি না ওই বিষয়ে আমি কিছুই জানি না।

তিনি বলেন, শাকিবের ব্যক্তিগত এসব বিষয় নিয়ে আমার সঙ্গে  তেমন আলোচনা হয় না। তার ডিভোর্সের বিষয়েও আমি কিছু জানিনা। যেহেতু এই বিষয়ে আমি কিছুই জানি না, আমার তো আর বলার কিছু থাকতে পারে না।

গত মাসের ২৮ তারিখ শাকিব খান তার স্ত্রী অপু বিশ্বাসকে ডিভোর্স লেটার পাঠান। সেই লেটার অপুর বাসায় আজ সোমবার গিয়ে পৌঁছে। সুপ্রিম কোর্টের আইনজীবী সিরাজুল ইসলামের মাধ্যমে শাকিব ডিভোর্সের কাজ সম্পন্ন করছেন। এই বিষয়ে অপু বিশ্বাসের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।

বর্তমানে নোলক ছবির শুটিং এ হায়দ্রাবাদে আছেন চিত্রনায়ক শাকিব খান। ভারতে যাওয়ার আগেই তিনি ডিভোর্স পেপারে সাক্ষর করে যান বলে জানা যায়।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি