ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শাকিবের বেড়াজাল থেকে বের হতে চান বুবলী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৬, ১৬ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

চিত্রনায়ক শাকিব খানের বেড়াজাল থেকে বের হতে চান তরুণ প্রজন্মের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। খুব শিগগিরই তিনি নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হবেন। বরাবরের মতো এ ছবিতে তার বিপরীতে আর শাকিব খান থাকছেন না। এর বদলে বাপ্পী চৌধুরী কিংবা সাইমনকে বেছে নেওয়া হবে। সম্প্রতি এমনই একটি চমকপ্রদ তথ্য দিয়েছেন বুবলী।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‌আমি এ পর্যন্ত ৫টি ছবিতে অভিনয় করেছি। সবগুলো ছবিতে আমার বিপরীতে শাকিব খান অভিনয় করেছেন। তবে নতুন ছবিটিতে অন্য কোনো নায়ককে নেওয়া হবে।

তবে শাকিব খানের সঙ্গে বুবলীর কোনো মনমালিন্য তৈরী হয়নি। বরং শাকিবের পরামর্শেই তিনি চলমান ঘরানাটি ভাঙতে চাইছেন।

এদিকে কিছুদিনের মধ্যেই শাকিব খানের প্রযোজনায় নতুন আরেকটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন বুবলী। ছবির নাম `প্রিয়তমা`। এটি শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে নির্মিত হবে। ছবিটি পরিচালনা করবেন হিমেল আশরাফ।

বুবলী বলেন, কয়েক মাস আগে `প্রিয়তমা` ছবিটি নিয়ে হিমেল আশরাফের সঙ্গে কথা হয়। এর গল্প ও চরিত্র খুবই চমৎকার । এছাড়া শাকিব নিজেই যেহেতু এ ছবির প্রযোজক, সেহেতু ভালো কিছু হবে বলেই আশা করছি।

 

/ডিডি/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি