ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শাকিবের সঙ্গে কোমর দোলাবেন ১০০ ডান্সার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:১৪, ৬ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

চিত্রনায়ক শাকিব খানের নতুন ছবির শ্যুটিং শুরু হয়েছে। ‘ভাইজান এলো রে’ নামের এই ছবিটি পরিচালনা করছেন কলকাতার জয়দীপ মুখার্জি। কলকাতায় প্রথমেই ছবির টাইটেল গানের চিত্রগ্রহণ শুরু করেছেন তিনি। আর ছবিটির টাইটেল গানে শাকিব খানের সঙ্গে নাচবেন ১০০ ডান্সার।

`ভাইজান এলো রে` চলচ্চিত্রে শাকিবের বিপরীতে অভিনয় করছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। শাকিব-শ্রাবন্তী জুটির দ্বিতীয় সিনেমা এটি।

এর আগে গত বৃহস্পতিবার ছবির শুটিংয়ে অংশ নিতে কলকাতায় যান শাকিব। কিন্তু নতুন ছবিতে তার লুক কেমন হবে তা নিয়ে ছিলো বেশ জল্পনা-কল্পনা। অবশেষে ইতি হলো জল্পনা-কল্পনার। ছবির টাইটেল গান দিয়ে শুরু হয়েছে শাকিব খানের অংশের কাজ। চোখে নীল চশমা, হাতে রুমাল পেচানো, গলায় মোটা চেইন, সব কিছু মিলিয়ে বেশ ভাইজান মুডেই দেখা গিয়েছে শাকিব খানকে।

তামিল ছবির রিমেক-এর আলোকে এই ছবিটি প্রযোজনা করছে কলকাতার এসকে মুভিজ। শাকিব-শ্রাবন্তী ছাড়াও এতে আরো অভিনয় করছেন বাংলাদেশের দীপা খন্দকার, শাহেদ আলী, মণিরা মিঠু, কলকাতার রজতাভ দত্ত, বিশ্বনাথ, শান্তিলাল মুখার্জি।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি