ঢাকা, সোমবার   ২৭ জানুয়ারি ২০২৫

শাকিবের সমালোচনায় নিপুণের প্রতিবাদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৬, ৫ জুলাই ২০১৭ | আপডেট: ১৪:১৬, ৫ জুলাই ২০১৭

একটি বেসরকারি টেলিভিশনে সরাসরি সম্প্রচারে বাংলাদেশের নায়িকাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন শাকিব খান। এর কড়া জবাব দিয়েছেন চিত্রনায়িকা নিপুণ। এক ফেসবুক স্ট্যাটাসে উল্টো শাকিবের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

উল্লেখ্য, শাকিব ও নিপুণ প্রেমিক নম্বর ওয়ান, লাভ ২০১৫, পিতার আসনসহ বেশ কিছু ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন।

নিপুন ফেসবুকে লিখেন-টেলিভিশন লাইভে শাকিব খান বাংলাদেশের সব নায়িকাকেই খাটো করেছেন। আমি নিজের অবস্থান স্পষ্ট করতে চাই। শাকিবের ধারণা ঠিক নয়, বাংলাদেশে শিক্ষিত অভিনেত্রী আছেন, সেটা তাঁকে মনে করিয়ে দেওয়া দরকার ছিল। আমি তাকে মনে করিয়ে দিলাম।

এদিকে এ রেশ কাটতে না কাটতেই এবার তার সঙ্গে যুক্ত হলো ফেরদৌসের নাম। ফেরদৌসের নামে একটি ফেসবুক আইডি থেকে নায়িকা নিপুণের সমালোচনা করে একটি স্ট্যাটাস ভাইরাল হয়েছে সোস্যাল মিডিয়ায়। তবে এটি তার আইডি নয় বলে জানান ফেরদৌস। ফেরদৌস বর্তমানে কক্সবাজারে ‘পবিত্র ভালোবাসা’ ছবির শুটিং করছেন।

//আর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি