ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শাকিরার নতুন মিউজিক ভিডিও ‘পেরো ফিয়েল’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৮, ১৭ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৬:১৫, ১৭ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

কলম্বিয়ান পপ তারকা শাকিরার বিশ্বজুড়ে অগনিত ভক্ত। তার নতুন মিউজিক ভিডিও দেখতে ভক্তরা সবসময়ই মুখিয়ে থাকেন। তবে কাজের ক্ষেত্রে শাকিরা বরাবরই সাবধানী। ফলে তার নতুন গান পেতেও দর্শকদের অপেক্ষা করে থাকতে হয়।

সম্প্রতি দীর্ঘবিরতির পর এসেছে এই গায়িকার নতুন মিউজিক ভিডিও ‘পেরো ফিয়েল’। শুক্রবার উন্মুক্ত করা গানটির ইউটিউব ভিউয়ার এরই মধ্যে কোটি ছাড়িয়েছে। স্প্যানিশ ভাষার গানটি প্রথম ৭ ঘণ্টায় দেখেছে ১০ লাখ জন। এ কারণে উচ্ছ্বসিত শাকিরা। টুইটারে তিনি লিখেছেন, ‘সাত ঘণ্টায় ১০ লাখ ভিউ!’

স্পেনের বার্সেলোনায় শ্যুটিং করা মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন কাতালান পরিচালক জ্যম দি লাইউয়ানা। এর আগে শাকিরার `রাবিওসা` ও `লা বিসিক্লেতা` মিউজিক ভিডিও দু`টিও তার নির্মিত।

`পেরো ফিয়েল` শাকিরার নতুন অ্যালবাম `এল দোরাদো`র তৃতীয় সিঙ্গেল। গানটিতে ৪০ বছর বয়সী এ গায়িকার সঙ্গে কণ্ঠ দিয়েছেন পুয়ের্তোরিকান সংগীতশিল্পী নিকি জ্যাম। গত ১ জুলাই এটি বিলবোর্ডে টপ ল্যাটিন অ্যালবামস চার্টের শীর্ষে ছিল।

সূত্র : মেইল অনলাইন।

আরকে//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি