ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

শাখতারের মাঠে ম্যানসিটির দাপুটে জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৮, ২৪ অক্টোবর ২০১৮

চ্যাম্পিয়ন্স লিগে শাখতার দোনেৎস্কের বিপক্ষে ম্যাচের পুরোটা সময় দাপুটে ফুটবল খেলেছে ম্যানচেস্টার সিটি। একটি করে গোল করেছে দাভিদ সিলভা, এমেরিক লাপোর্ত এবং বের্নার্দো সিলভা। আর তাতেই দুপুটে জয় পেয়েছে প্র পেপ গার্দিওলার দল।

মঙ্গলবার রাতে শাখতার দোনেৎস্কের মাঠে ৩-০ গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি। ‘এফ’ গ্রুপে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা।

প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে ম্যাচের ৩০তম মিনিটে গোলের অপেক্ষা শেষ হয় ম্যানসিটির। গাব্রিয়েল জেসুসের শট সামনে বাধা পেয়ে উপরে উঠে গেলে বাঁ পায়ের কোনাকুনি ভলিতে জাল খুঁজে নেন দাভিদ সিলভা।

তারপর ম্যাচের ৩৫তম মিনিটে কর্নার থেকে অ্যাইমেরিক লাপোর্তের হেড দ্বিগুণ করে সিটিজেনদের ব্যবধান। বদলি নামার কিছুক্ষণ পরই তৃতীয় গোল করেন বের্নার্দো সিলভা। ম্যাচের ৭১তম মিনিটে রিয়াদ মাহরেজের পাস ধরে কিছুটা এগিয়ে ডি-বক্সের ঠিক বাইরে থেকে পর্তুগিজ মিডফিল্ডারের শট পোস্টে লেগে জালে জড়ায়। বাকি সময় কোনও দল আর কোনও গোল করতে না পারায় বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে অতিথিরা।

সূত্র: গোল ডটকম

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি