ঢাকা, বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫

শাটার লাগাতে গিয়ে দেয়াল ধস, ২ শ্রমিকের মৃত্যু

কুয়াকাটা-কলাপাড়া প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৫, ৪ নভেম্বর ২০২৪

কুয়াকাটায় নির্মাণাধীন একটি ভবনে শাটার লাগানোর সময় দেয়াল ধসে চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। 

আজ সোমবার দুপুর বারোটার দিকে কুয়াকাটা রাখাইন মার্কেট সংলগ্ন কেরানীপাড়া রাখাইন পল্লী মার্কেটে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন আবু বক্কর (৪২) ও কামাল (৪০)। আবু বক্কর পৌর শহরের নবীনপুর এলাকার মৃত আবদুর রহমানের ছেলে এবং কামাল একই এলাকার মৃত হাকিম আলীর ছেলে বলে জানিয়েছে পুলিশ।

মহিপুর থানা পুলিশ জানায়, দুপুরে ওই দুই শ্রমিক কেরানীপাড়ার রাখাইন পল্লীর মং উসে বাবুর নির্মাণাধীন ভবনে শাটার লাগাতে আসেন। এসময় পুরনো শাটার খুলতে গিয়ে ওই দোকানের ওয়ালের ভিমসহ দেয়াল ধ্বসে তাদের মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের দু'জনের মৃত্যু হয়।

মহিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নোমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি