ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

শান্ত গাজা, ২৪ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৮, ২৫ নভেম্বর ২০২৩ | আপডেট: ১৫:২৮, ২৫ নভেম্বর ২০২৩

যুদ্ধবিরতিতে শান্ত গাজা। ঢুকেছে ত্রাণবাহী ট্রাক। ১৩ ইসরায়েলি জিম্মিসহ আলাদা একটি চুক্তির আওতায় আরও ১১ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস।

শুক্রবার রাফাহ বর্ডার ক্রসিংয়ে মিসরের সরকার এবং আন্তর্জাতিক রেডক্রস ও রেডক্রিসেন্ট কমিটির (আইসিআরসি) প্রতিনিধিদের কাছে এই জিম্মিদের হস্তান্তর করা হয়েছে। ৪টি গাড়িতে এই জিম্মিদের নিয়ে আসা হয়েছিল।

এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মিশরের মধ্যস্থতায় আলাদা একটি চুক্তির আওতায় ১০ থাই জিম্মিসহ ১১ জনকে মুক্তি দিয়েছে হামাস। যে ১৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে তাদের মধ্যে ৪ শিশু, তাদের ৪ মা এবং ৫ জন বয়স্ক নারী রয়েছেন।

এর বিনিময়ে ৩৯ ফিলিস্তিনিকে কারাগার থেকে মুক্তি দিয়েছে ইসরায়েল।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশের পর এই ১৩ জনের প্রাথমিক শারীরিক পরীক্ষা করা হবে। তারপর পাঠানো হবে বিভিন্ন হাসপাতালে। জিম্মিদের স্বজনরা সেসব হাসপতালে তাদের জন্য অপেক্ষা করছেন।

ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাস এবং ইসরায়েলের মধ্যে ৭ সপ্তাহের লড়াইয়ের পর শুক্রবার প্রথম শুরু হওয়া যুদ্ধবিরতিতে বড় কোনও বোমা, বিমান হামলা কিংবা রকেট হামলাও হয়নি। 

এই সময়ে মিশর থেকে রাফাহ সীমান্ত ক্রসিং দিয়ে গাজায় ঢুকেছে অন্তত ৬০ ট্রাক ত্রাণ। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি