ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শান্ত-হৃদয়ের ব্যাটে ১৫০ পেরুল বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৮, ১১ নভেম্বর ২০২৩ | আপডেট: ১২:৫৬, ১১ নভেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৫০ রান পেরিয়েছে বাংলাদেশ। ওপেনিং জুটি তানজিদ তামিম ও লিটন দাসের ভালো শুরুর পর নাজমুল হাসান শান্ত ও তওহিদ হৃদয়ের ব্যাটে ছুটে চলছে বাংলাদেশ। 

৩৬ রান করে তামিম ফেরায় ভাঙে ৭৬ রানের উদ্বোধনী জুটি। এরপর শান্ত-লিটন জুটিতে শতরান পেরিয়ে যায় বাংলাদেশ। দলীয় সংগ্রহ ১০৬ রানের মাথায় জাম্পার বলে আউট হন লিটন। এর আগে ৫ বাউন্ডারিতে ৩৬ রান করেন এই ওপেনার।

এরপর শান্তর সঙ্গে যোগ দেন তওহিদ হৃদয়। ৫৭ রানের পার্টনারশীপ গড়েন এই জুটি।

এ পর্যন্ত ২৬ ওভার শেষে বাংলাদেশের ১৬৪ রান। শান্ত ৪৪ এবং হৃদয় ৩৬ রানে ব্যাট করছেন।

১২তম ওভারের দ্বিতীয় বলটি শর্ট লেন্থে করেছিলেন শন অ্যাবট। শরীর বরাবর আসা বাউন্সার লাফিয়ে উঠে ডিফেন্স করতে যান তামিম, ব্যাটের উপরের দিকে লেগে ফিরতি ক্যাচ যায় বোলারের কাছে। তাতে তামিমের সম্ভাবনাময় ইনিংসের সমাপ্তি ঘটে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাওয়ার প্লে শেষে আগ্রাসী হয়ে উঠেন বাংলাদেশ ওপেনার তানজিদ হাসান তামিম। টানা ২টি চার হাঁকিয়ে পরের ওভারেই বিদায় নেন তিনি।

পুনেতে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারে কোনো রানই তুলতে পারেনি বাংলাদেশ। মেডেন ওভার আদায় করে নেন জস হ্যাজেলউড। দ্বিতীয় ওভারে তানজিদ তামিম ও লিটন কুমার তুলেন ১০ রান। পাওয়ার প্লে শেষে টাইগারদের সংগ্রহটা দাঁড়ায় ৬২।

পাওয়ার প্লে শেষে আগ্রসী ব্যাটিং শুরু করেন তামিম। মার্শের ওভারে টানা ২টি চার মারেন তিনি। ওই ওভারে আসে ১৩ রান। ৩৩ বলে তামিম তুলে নেন ৩৬ রান। পরের ওভারেই শন অ্যাবোটের বলে সহজ ক্যাচ তুলে দেন তিনি। দৌড়ে গিয়ে তামিমের ক্যাচ নিজেই ধরেন অ্যাবোট।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি