ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

শান্তর নেতৃত্বে সিরিজ বাঁচাতে নামছে টাইগাররা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫০, ২৬ সেপ্টেম্বর ২০২৩

ফাইল ছবি

ফাইল ছবি

বিশ্বকাপের জন্য দেশ ছাড়ার আগে শেষ ম্যাচে কাল নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত, দ্বিতীয় ম্যাচে হার। বিশ্ব আসরের আগে সুখস্মৃতির পাশাপাশি ঘরের মাঠে সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প নেই টাইগারদের। আর জয় অব্যাহত রেখে সিরিজ বাগিয়ে নিতে ভুল করতে চায় না নিউজিল্যান্ড।

মিরপুরে ম্যাচটি শুরু হবে মঙ্গলবার দুপুর ২টায়।

ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ এশিয়া কাপ, তারপর ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ। ধারাবাহিক ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের ক্রিকেট। ভারতের বিপক্ষে জয় দিয়ে এশিয়া কাপ শেষ করলেও চেনা কন্ডিশনে দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিংয়েই হারতে হয়েছে টাইগারদের।

প্রথম ম্যাচ পরিত্যক্ত। দ্বিতীয় ম্যাচে জিতে সিরিজে এগিয়ে নিউজিল্যান্ড। ঘরের মাঠ তো বটেই, বিশ্বকাপের আগে তৃতীয় ওয়ানডেই বাংলাদেশের শেষ আন্তর্জাতিক ম্যাচ। জয় ছাড়া তাই কিছুই ভাবছেন না টাইগাররা।

ঘরের মাঠে এমন উইকেট বানিয়ে আলোচনায় ম্যানেজমেন্ট। তবে উইকেট যেমনি হোক নিজেদের সেরাট দেয়ার প্রত্যয় প্রথমবারের মতো অধিনায়কত্ব পাওয়া নাজমুল হোসেন শান্তর।

বিশ্বকাপের আগে মনোবল বাড়ানো সাথে সিরিজহার এড়াতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। স্কোয়াডে আসছে পরিবর্তন। দলে ফিরেছেন মুশফিক, মিরাজ, তাসকিন ও শরিফুল।

তবে দ্বিতীয় ওয়াডেতে বড় জয়ে শেষ ম্যাচের আগে বাড়তি আত্মবিশ্বাস পেয়েছে নিউজিল্যান্ড। দীর্ঘদিন পর বাংলাদেশের মাটিতে সিরিজ জয় থেকেও মাত্র একধাপ দূরে সফরকারীরা। ছন্দ ধরে রেখে সুযোগটি লুফে নিতে চায় লকি ফার্গুসনের দল।

বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, জাকির হাসান, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন।

নিউজিল্যান্ড দল : লুকি ফার্গুসন (অধিনায়ক), ফিন অ্যালেন, চাদ বোয়েস, উইল ইয়ং, টম ব্লান্ডেল, ডিন ফক্সক্রফট, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, কোল ম্যাককোঞ্চি, ডেন ক্লিভার, কাইল জেমিসন, এডাম মিলনে, ইশ সোধি, ব্লেয়ার টিকনার ও ট্রেন্ট বোল্ট।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি