ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শাবি ছাত্রলীগ সভাপতি ভালুকায় গ্রেফতার

সিলেট প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৯, ২৯ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমানকে গ্রেফতার করেছে র‌্যাব। 

শনিবার ময়মনসিংহের ভালুকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

খলিলুর রহমান নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার শিবপুর গ্রামের মো. আবদুল আউয়ালের ছেলে।

র‌্যাব জানিয়েছে, শাবি ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমানের বিরুদ্ধে সিলেট কোতোয়ালী থানায় হত্যা মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি