ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

শাবিতে ফরেস্ট্রি বিভাগের নার্সারী ভবন উদ্ভোধন

শাবি প্রতিনিধি

প্রকাশিত : ২৩:০৪, ৩০ সেপ্টেম্বর ২০২০

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের নব নির্মিত নার্সারী ভবন উদ্ভোধন করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় নার্সারী ভবনের উদ্বোধন করেন শাবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

এসময় প্রধান অতিথির শাবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন,‘শাবিপ্রবিতে শিক্ষা ও গবেষণা খাত শক্তিশালী করণের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন অব্যাহত রয়েছে। ইতোমধ্যে দুটি হলসহ একটি একাডেমিক ভবনের কাজ চলমান। ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের নার্সারী ভবন উন্নয়ন ধারাবাহিকতারই অংশ।’

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. আনোয়ারুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. রাশেদ তালুকদার, এগ্রিকালচার এন্ড মিনারেল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. রোমেল আহমেদ, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ বেলাল উদ্দীন, সাস্ট রিসার্চ সেন্টারের পরিচালক প্রফেসর ড. এস এম সাইফুল ইসলাম, প্রফেসর মো. কামরুজ্জামান চৌধুরী, রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন ও  প্রধান প্রকৌশলী সৈয়দ হাবীবুর রহমান প্রমুখ।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি