শাবিপ্রবিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রকাশিত : ১৮:২১, ৪ জানুয়ারি ২০২২
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। এই উপলক্ষে মঙ্গলবার দুপুর বারোটায় বিশ্ববিদ্যালয়ের ফুডকোর্ট এর সামনে থেকে একটি শোভযাত্রা বের করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর, অর্জুনতলা, চেতনা একাত্তরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করেন নেতাকর্মীরা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আলমগীর কবীর, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক জহীর উদ্দীন আহমদ এর উপস্থিতিতে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, শাবিপ্রবি ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক মো. খলিলুর রহমান, সাবেক উপ-দপ্তর সম্পাদক মো. সজিবুর রহমান, সাবেক উপ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ইমরান আহমেদ চৌধুরী, সাবেক সদস্য আশরাফ কামাল আরিফ, সাবেক সদস্য মোশারফ হোসেন, ছাত্রলীগ নেতা তারেক হালিমী, ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন, রসায়ন বিভাগ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান স্বাধীন, বাংলা বিভাগ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব সরকার, সামাজবিজ্ঞান বিভাগের সভাপতি রেজাউল হক সিজার, ইঞ্জিনিয়ারিং অনুষদের সাধারণ সম্পাদক এস এম সবুজসহ বিভিন্ন নেতাকর্মীবৃন্দ।
কেআই//
আরও পড়ুন