ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শাবিপ্রবিতে মোমের আলোয় মানচিত্র অঙ্কন করে শহীদদের স্মরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৪, ১৬ ডিসেম্বর ২০২২ | আপডেট: ০৮:২৫, ১৬ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

মহান বিজয় দিবস উপলক্ষে হাজারো মোমবাতি দিয়ে বাংলাদেশের মানচিত্র অঙ্কন করে একসঙ্গে প্রজ্জ্বলনের মাধ্যমে শহীদদেরকে স্মরণ করল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।

বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় ক্যাম্পাসের কেন্দ্রীয় শহীদ মিনার, বঙ্গবন্ধু ম্যুরাল, গোলচত্বর, চেতনা-৭১ সহ বিভিন্ন স্থানে বাংলাদেশের মানচিত্রের উপর মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে ৭১ সালে মহান মুক্তিযোদ্ধের শহীদ সূর্য সন্তানদের স্মরণ করে তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শাবিপ্রবি প্রশাসন। 

এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে শাবিপ্রবির ব্যতিক্রমী এ আয়োজনে সূর্য ডোবার সঙ্গে সঙ্গে মোমবাতি প্রজ্বলনের সময় ক্যাম্পাসের বাতির আলো নিভিয়ে দেওয়া হয়। এতে শোকে নিস্তব্ধ হয়ে উঠে পুরো ক্যাম্পাস। তবে ক্ষণিকের মধ্যে জ্বলে ওঠে মোমের আলো।

এ আলো যেনো মুহূর্তেই শোকের ছায়াকে শক্তিতে পরিণত করে তুলে। তাতেই মোমের আলোয় আলোকিত হয়ে উঠে পুরো ক্যাম্পাস। 

দিনটিকে স্মরণীয় করে রাখতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা একা বা দলে বেঁধে, যে যেভাবে পারছেন অংশ নিয়েছেন। কেউ কেউ আবার বন্ধু-বান্ধব বা গ্রুপ করে ছবি তুলে নিজেদের স্মৃতিতে মজুদ করে রাখছেন।

অনেকে আবার পরিবার নিয়েও এ মোমবাতি প্রজ্জ্বলন উপভোগ করতে এসেছেন। মোমবাতি প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে নিজেকে উজ্জীবিত মনে করেন অংশগ্রহণকারীরা। 

এ আয়োজনের মধ্যদিয়ে জাতীয় চার নেতা, শিক্ষক, সাংবাদিক, চিকিৎসকসহ জাতির শ্রেষ্ঠ সন্তান যারা মহান মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পেরে নিজেদেরকে গৌরবান্বিত মনে করছেন।

শাবিপ্রবির আয়োজন উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. জায়েদা শারমীন বলেন, আলো মানেই শক্তি, আর সে শক্তিকে আরও রুপান্তরিত করতে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে জাতির সূর্য সন্তানদের স্মরণ করছি। আমাদের পরবর্তী প্রজন্ম কোনদিন যাতে তাদের অবদানের কথা ভুলে যেতে না পারে সে ব্যবস্থা আমাদের করতে হবে। যাদের রক্তের বিনিময়ে আমরা এ স্বাধীনতা অর্জন করেছি, তাদের প্রতি আমাদের গভীর ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে আমাদের এ আয়োজন।

এদিকে যথাযথ মর্যাদায় জমকালো আয়োজনের মধ্যে দিয়ে মহান দিবস উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কর্মসূচির মধ্যে রয়েছে শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় প্রশাসনিক ভবন-২ এর সামনে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন, ৭টা ৫০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সাড়ে ৮টায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হবে। 

এরপর সকাল সাড়ে ৯টায় প্রশাসনিক ভবন-২ এর সামনে থেকে বিজয় শোভাযাত্রা বের করা হবে। পরে একই স্থানে সকাল ১০টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ১১টায় হ্যান্ডবল গ্রাউন্ডে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। 

এছাড়া বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সাংস্কৃতিক আয়োজন করেছে শাবিপ্রবি প্রশাসন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি