ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

শাবিপ্রবিতে ‘হীরক ভিসির পতনগাঁথা’ শীর্ষক প্রদর্শনী বির্তক

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ২১:২৯, ৩ ফেব্রুয়ারি ২০২২

উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক দফা দাবিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্দোলন চলমান রয়েছে। আন্দোলনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে ‘হীরক ভিসির পতনগাঁথা’ শীর্ষক প্রদর্শনী বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এ প্রদর্শনী বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেন শিক্ষার্থীরা। এসময় প্রদর্শনী এ বিতর্ক প্রতিযোগিতায় আন্দোলনরত ৭ শিক্ষার্থী অংশ নেন। এসময় উপাচার্যর পদত্যাগ ও ক্যাম্পাসের চলমান পরিস্থিতি নিয়ে পক্ষে ও বিপক্ষে বিভিন্ন যুক্তিতর্ক উপস্থাপন করেন শিক্ষার্থী।

এ বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের বিষয়ে আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয় মুক্ত চর্চার কেন্দ্রবিন্দু। এখানে শিক্ষার্থীরা তাদের দাবি, চাওয়া পাওয়া ও বিভিন্ন সমস্যা নিয়ে মুক্ত আলোচনার মাধ্যমে সমাধান করে থাকে। এরই মূল চিত্র তুলে ধরতে এ প্রদর্শনী বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

এর আগে বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে আন্দোলনের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন শিক্ষার্থীরা। এছাড়া পরবর্তী পদক্ষেপ ও কর্মসূচি নির্ধারণ নিয়েও আলোচনা করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি