ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শামার জটিল জবাব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৪, ১১ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

কখনও সেলিব্রিটিদের শরীর নিয়ে কটাক্ষ আবার কখনও তাঁদের পোশাক নিয়ে আক্রমণ, বর্তমানে যেন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি অস্ট্রেলিয়ায় ছুটি কাটাতে গিয়েছিলেন অভিনেত্রী শামা সিকান্দর। সেখানে গিয়ে একের পর এক বিকিনি ছবি শেয়ার করেন তিনি। শামার ওই ছবি প্রকাশ্যে আসতেই তাঁর গুণমুগ্ধরা প্রশংসা করেছেন। তবে নেটিজেনদের একাংশের কটাক্ষের মুখেও পড়েন তিনি। অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকত থেকে যখন একের পর এক বিকিনি ছবি শেয়ার করে কটাক্ষের মুখে পড়ছেন শামা, সেই সময় তার উত্তরও দিলেন বেশ গুছিয়ে।

শামা বলেন, ‘একজন মহিলার স্তন থাকবেই এবং এই স্তনই পুরুষদের থেকে মহিলাদের পৃথক করতে সাহায্য করে। আমারও স্তন আছে।’

উল্লেখ্য, কিছুদিন আগে শ্রীলঙ্কায় ছুটি কাটাতে গিয়ে বিকিনি ছবি শেয়ার করেন দিশা পাটানি। দিশার ওই ছবি দেখেও কটাক্ষ করতে ছাড়েননি নিন্দুকরা। যদিও, নিন্দুকদের একাধিক কটাক্ষের মুখে পড়েও এ বিষয়ে পাল্টা কোনও মন্তব্য করেননি দিশা পাটানি। তবে দিশা এ বিষয়ে মুখ না খুললেও, সমালোচকদের জবাব দিয়ে তাঁদের চুপ করিয়ে দিয়েছেন শামা সিকান্দর।

প্রসঙ্গত, এর আগে ক্লিভেজ নিয়ে আক্রমণকারীদের পাল্টা জবাব দিয়েছিলেন দীপিকা পাডুকন। ওই সময় প্রকাশ্যেই সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন দিপ্পি। তিনিও বলেন- ‘আমি একজন মহিলা এবং আমার স্তন আছে’। যা নিয়ে সরগরম হয়ে ওঠে সোস্যাল মিডিয়া।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি