ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

শামি-হাসিনের গোপন ফোনালাপ ফাঁস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৭, ১৫ এপ্রিল ২০১৮

ভারতের পেসার মোহাম্মদ শামি ও তার স্ত্রী হাসিন জাহানের সম্পর্কটা মোটেও ভালো যাচ্ছে। এ কারণে হাসিনের তেমন কিছু না হলেও শামির ক্যারিয়ারে ঝড় বয়ে যাচ্ছে। হাসিন স্বামীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে খোদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে কথা বলে এসেছেন।
স্বামীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ করে যাচ্ছেন হাসিন। কিছুদিন আগে শামি আত্মপক্ষ সমর্থন করে বলেছিলেন, হাসিন তার কাছে রোজ ১০ লাখ রুপি হাতখরচ চান। এ নিয়ে ঘোলা জল স্বচ্ছ না হতেই হাসিনের সঙ্গে শামির গোপন ফোনালাপ ফাঁস হয়ে গেছে। শুক্রবার এক সংবাদে সম্মেলনে এই কথোপকথন সবার সামনে এনেছেন শামির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তোলা হাসিন। তিনি দাবি করেছেন শামির সঙ্গে তার এসব কথা হয়েছে। সেই রেকডিংয়ের কিছু কথোপকথন ভারতীয় সংবাদ মাধ্যম `নিউজ নাউ` থেকে তুলে ধরা হলো-

হাসিন: শামি দয়া করে মিথ্যা বলো না। তুমি সত্য কথা বল না কেন? তুমি আমার প্রতি, আমাদের মেয়ে এবং সংসারের প্রতি খেয়াল রাখনি। তুমি বরং পাকিস্তানি নারী আলিসাবার বেশি খেয়াল রেখেছো। তার বিষয়ে সামাজিক মাধ্যমে তোমার নোংরা আলাপের কথা আমি জেনেছি। আমি আলিসাবার বিষয়ে সত্য প্রকাশ করার জন্য অনুরোধ করছি। ওগুলো কি তোমার কথোপকথন ছিল?
পুরুষ কণ্ঠ (যেটিকে শামির কন্ঠ বলে দাবি হাসিনের ): না।
হাসিন: তুমি স্বীকার করো না কেন তোমার দুবাইয়ের ভিসা আছে। তুমি সেখানকার হোটেলে থেকেছ। আমাকে তুমি এ বিষয়ে মিথ্যা কেন বলেছ?
পুরুষ কণ্ঠ: হ্যাঁ, আমার দুবাইয়ের ভিসা আছে।
হাসিন: আমি এর আগেও যখন আলিসাবাকে নিয়ে জানতে চেয়েছি তুমি বলেছ সে এর মধ্যে কেন আসছে। তুমি তার কথা আমাকে বলো নি কেন?
পুরুষ কণ্ঠ: দেখো তুমি এই বিষয় নিয়ে বাড়িয়ে কথা বলছ।
হাসিন: তুমি প্রথমে আলিবাসা নিয়ে অনেক নাটক করেছ। তার সঙ্গে তোমার সম্পর্কটা দৈহিক?
পুরুষ কণ্ঠ: দেখো দৈহিক সম্পর্ক নিয়ে কথা বলবে না।
হাসিন: তুমি তাহলে বলছো দোষ স্বীকার করবে না?
পুরুষ কণ্ঠ: বসো আগে। মুখোমুখি না বসে সমাধান কিভাবে করতে চাও।
হাসিন: হ্যাঁ বসো। মিডিয়াকে ডাকো। উত্তর প্রদেশ ডাকো। সবার সামনে বলো যে আমি দোষ করেছি। দোষ স্বীকার করছি। বলো, আমি হাসিনের উপর অত্যাচার করেছি। হাত জোড় করে দোষ স্বীকার করছি।
পুরুষ কণ্ঠ: তুমি তো জবরদস্তি করছ।
হাসিন: এখন তো তুমি বলবে তুমি যে এখন সেলিব্রেটি।
পুরুষ কণ্ঠ: সেলিব্রেটি আমি না, তুমি। তুমি আমার পুরো পরিবারকে দোষারোপ করেছে। আমার বাবা,মা, ভাই সবাইকে।
হাসিন: এখানে তোমার মৃত বাবা আসছে কেন? তবে বাবার দোহায় দিয়েই বল তুমি দোষ করনি।
পুরুষ কণ্ঠ: তুমি তোমার জীবিত বাবার নাম নিয়ে বল না। যে তোমার সব অভিযোগ সত্য।
হাসিন: তুমি বলো? (চিৎকার করে)
পুরুষ কণ্ঠ: চিৎকার করে কথা আমিও বলতে পারি। (ফোন কেটে যাওয়ার শব্দ)
সূত্র : নিউজ নাউ।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি