শারদীয় দুর্গাপূজা আজ
প্রকাশিত : ১২:৪০, ৭ অক্টোবর ২০১৬ | আপডেট: ১২:৪৫, ৭ অক্টোবর ২০১৬
শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, শারদীয় দুর্গাপূজা। শুক্রবার সকালে মন্দির- মন্ডপে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়।
সারাদেশের মন্দিরে মন্দিরে দেবীর প্রতি ভক্তি আর সম্মান জানাচ্ছেন ভক্ত-অনুরাগীরা। মন্ত্রপাঠ আর ঢাকের আওয়াজে তৈরি হয়েছে, অন্য রকম আবহ। ভক্তদের আশা, জাগতিক সব দুঃখ-কষ্ট দূর করে দেবেন, দুর্গতিনাশিনী দেবী। মন্ডপে মন্ডপে শুরু হয়েছে দেবীর বোধন আর কল্পারম্ভ পূজা। দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে বাড়ানো হয়েছে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা।
আরও পড়ুন