ঢাকা, রবিবার   ০৬ অক্টোবর ২০২৪

শারদীয় দুর্গোৎসবে কুমিল্লায় ভিন্নধর্মী আয়োজন

প্রকাশিত : ১১:১৩, ১১ অক্টোবর ২০১৬ | আপডেট: ১১:১৩, ১১ অক্টোবর ২০১৬

শারদীয় দুর্গোৎসবে কুমিল্লায় ভিন্নধর্মী আয়োজন করা হয়েছে। চান্দিনায় দেবী দুর্গার প্রতিমার পাশাপাশি প্রতিকী প্রতিমা তৈরি করে সচেতনতামূলক বার্তা দেয়া হচ্ছে শিশুদের। এছাড়া, অসাম্প্রদায়িক চেতনা বিকশিত করতে রামমোহনে সব ধর্মের শিশুদের অংশগ্রহণে প্রতিদিন আয়োজন করা হচ্ছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। পানির উপর ভাসছে পাঁচটি মন্ডপ। কিন্তু, মন্ডপগুলোতে নেই দুর্গতিনাশিনী দশভুজা দেবী দুর্গা। সাধারণ নারীরূপে দুর্গার এ প্রতিকী প্রতিমায় বার্তা দেয়া হচ্ছে সামাজিক নানা সমস্যার। চান্দিনার মাইজখারে পুকুরের উপর নির্মিত এসব মন্ডপে প্রতিমার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে নারী ও শিশু নির্যাতন রোধ, বাল্য বিবাহ এবং সন্ত্রাস-জঙ্গি বিরোধী নানা বিষয়। সামাজিক সচেতনতা গড়ে তোলার লক্ষ্যেই ভিন্নধর্মী এ আয়োজন বলে জানান আয়োজকরা। এদিকে, রামমোহনের জগন্নাথ মন্দিরে আয়োজন করা হয়েছে অসাম্প্রদায়িক চিত্রাঙ্কন প্রতিযোগিতা। অংশ নিচ্ছে সব ধর্মের শিশুরাই। ভবিষ্যত প্রজন্মের মধ্যে অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দিতেই এ ধরণের উদ্যোগ বলে জানালেন আয়োজকরা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি