শারদীয় দূর্গা পূজা উদযাপনে চলছে জোর প্রস্তুতি
প্রকাশিত : ১৩:১৩, ২৮ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৩:১৫, ২৮ সেপ্টেম্বর ২০১৬
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা উদযাপনে চলছে জোর প্রস্তুতি। সারাদেশের পূজা মন্ডপে কারিগররা ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরি ও সাজসজ্জ্বায়। যুগ যুগ ধরে চলে আসা ধর্মীয় এ উৎসব আয়োজনের ধারা বজায় রেখে সৌহার্দ্য ও সম্প্রীতির প্রত্যাশা সনাতন ধর্মালম্বীদের।
প্রতিবারের মতো এবারও দূর্গা পূজা উদযাপনে মন্ডপে মন্ডপে প্রতিমা তৈরির ধুম পড়েছে। মেহেরপুর জেলার ৩৫টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দূর্গোৎসব। নিপূন আল্পনায় দেবী দূর্গার প্রতিমা তৈরি করছেন কারিগররা।
শহরের হরিসভা মন্দির, নায়েব বাড়ি ও মালোপাড়াসহ বেশিরভাগ মন্ডপের প্রস্তুতি প্রায় চুড়ান্ত।
বরগুনায় ১৪৩টি মন্দিরে চলছে পূজার আয়োজন। বোধন পূঁজার মধ্য দিয়ে ষষ্ঠী তিথিতে সিঁদুর পরিয়ে দেবীকে বরণ করে নেয়ার অপেক্ষায় পূজারীরা।
জেলার পূজা উদযাপন পরিষদ জানিয়েছে, শান্তি-শৃংখলা বজায় রাখতে প্রশাসনের সহযোগিতায় সকল প্রস্ততি নেয়া হয়েছে।
এদিকে শরীয়তপুরে ৮৪টি মন্ডপে পুরোদমে চলছে পূজার আয়োজন। এজন্য প্রতিমা সাজসজ্জ্বা চলছে জোরেসোরেই।
শারদীয় দূর্গোৎসবে সবার মাঝে সৌহার্দ্য আর সম্প্রীতি ছড়িয়ে পড়বে- এমনটাই প্রত্যাশা সবার।
আরও পড়ুন