শারদীয় দূর্গোৎসব সামনে রেখে পুরান ঢাকার শাঁখারী বাজারে প্রস্তুতি চলছে
প্রকাশিত : ১১:২২, ২৯ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১১:২২, ২৯ সেপ্টেম্বর ২০১৬
শারদীয় দূর্গোৎসব সামনে রেখে পুরান ঢাকার শাঁখারী বাজারে প্রস্তুতি চলছে পুরোদমে। প্রতিমা তৈরীর কাজ প্রায় শেষ পর্যায়ে। বেঁচাকেনা বেড়েছে পুঁজা উপকরনের। পুঁজা কমিটি বলছে, উৎসব নির্বিঘœ করতে এরই মধ্যে নেয়া হয়েছে সবধরনের প্রস্তুতি।
পঞ্জিকা মতে পনেরই আশ্বিন মহালয়া । পরদিন নবরাত্রী; সে রাতে ঘোড়ায় চড়ে মর্ত্যে আসবেন দেবী দূর্গা। দিনক্ষনের হিসেব বলছে আর মাত্র এক সপ্তাহ, তারপরই মন্ডপে মন্ডপে বাজবে শাঁখ আর ঢাকের ধ্বনি।
শাঁখারী বাজারে এবার দুটি মন্দির ও দশটি মন্ডপে চলবে দূর্গা পূঁজা। সময়ের সাথে পাল্লা দিয়ে কাজ করে যাচ্ছেন কারিগররা। মাটির কাজ প্রায় শেষ, এরপর রং আর পোশাক উঠবে প্রতীমায়।
পূঁজা কমিটির বেঁধে দেয়া সময় ২০ আশ্বিন । তবে তার আগেই প্রতীমা তৈরী শেষ হবে বলে আশা করছেন তারা।
এদিকে ভিড় বেড়েছে পূঁজা উপকরনের দোকানগুলোতে। শাঁখা, ফুল আর ঢাকের পাশাপাশি চলছে সুগন্ধী বিক্রী।
শারদীয় শুভেচ্ছার পোস্টারে সয়লাব শাঁখারী বাজারের গলিগুলোও সাজানো হচ্ছে প্যান্ডেল আর আলোকসজ্জা দিয়ে ।
আরও পড়ুন