ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি মানিকের পথচলা

প্রকাশিত : ০৯:২৯, ১২ জুন ২০১৬ | আপডেট: ০৯:২৯, ১২ জুন ২০১৬

শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি বান্দরবানের মানিকের পথচলা। হুইল চেয়ারে বসেই আসবাবপত্র বানিয়ে স্বাভাবিক মানষের মতোই চলছে তার জীবন। সন্তানদের পড়াশোনা চালানোর পাশাপাশি তার রোজগারের ওপরেই নির্ভরশীল মা-বাবা-সহ ১০ সদস্যের পরিবার। ফার্নিচার ব্যবসায়ী মানিক। তিন চাকার বাহনে বসেই তৈরী করেন নানা ডিজাইনের আসবাব। এক সময় বালাঘাটায় গাড়ী চালাতেন মানিক। চাঁদের গাড়িতে পর্যটকদের ঘুরিয়ে দেখাতেন বান্দরবানের বিভিন্ন দর্শনীয় স্থান। পনের বছর আগে গাড়ি চালাতে গিয়ে খাদে পড়ে যান মানিক। সেসময় দুটি পা নষ্ট হয়ে যায় তার। এরপর থেকেই তিন চাকার বাহনে শুরু হয় মানিকের ভিন্ন এ পথচলা। এ বাহনে চড়েই আসবাব তৈরীর কাজ করেন মানিক। ছোট পরিসরে এই কাজের মাধ্যমেই চলে তার সংসার। অদম্য ইচ্ছাশক্তি আর সাহস দিয়েই সব প্রতিবন্ধকতাকে জয় করেছেন মানিক। মানিককে ক্ষুদ্র ঋণসহ বিভিন্ন ধরণের প্রশিক্ষণের পাশাপাশি সহায়তা দেয়ার কথা জানিয়েছে সমাজ সেবা অধিদপ্তর । মানিকের এই পথচলা সহজ করতে সমাজের বিত্তবান এগিয়ে আসবেন--এমনটাই প্রত্যাশা স্বজনদের।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি