ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভিডিও

শারীরিক প্রতিবন্ধকতা দমাতে পারেনি সুলতানা পারভিনকে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৭, ১৩ জুলাই ২০১৮ | আপডেট: ১৭:২৫, ১৬ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

শারীরিক প্রতিবন্ধকতা দমাতে পারেনি সিরাজগঞ্জের শাহজাদপুরের জকতলা গ্রামের সুলতানা পারভিনকে। জন্ম থেকে বিকলঙ্গ পা নিয়ে এইচএসসি পাশের পর এখন বাঁশুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন তিনি।

প্রবল ইচ্ছা শক্তি নিয়ে এগিয়ে চলেছেন সুলতানা পারভীন। জন্ম থেকে দুই পা বিকলঙ্গ। ছোট্টবেলা থেকে বাবা আর বোনের কাধে ভর করে স্কুলে যাওয়া। বাবার অনুপ্রেরণায় পথচলা। এখন বাঁশুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুলতানা।

৮ ভাই বোনের মধ্যে ৭ম সুলতানা। ১৯৯৮ সালে এইচএসসি পাশ করেন তিনি। শিক্ষিক হিসেবে নিয়োগ পান ২০১০ সালে। প্রবল ইচ্ছা শক্তি থাকলে প্রতিবন্ধিরাও দক্ষভাবে সমাজকে আলোকিত করতে পারে, বললেন সুলতানা।

তার দায়িত্বশীলতার প্রশংসা করেন শিক্ষার্থীসহ স্কুল কর্তৃপক্ষ।  প্রতিবন্ধিরাও পারে সমাজে ভূমিকা রেখে প্রতিষ্ঠিত হতে- তারই দৃষ্টান্ত সুলতানা পারভীন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি