ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

শার্শায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলি, আহত ৩

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫০, ১৯ নভেম্বর ২০২১

যশোরের শার্শা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনায় তিনজন আহত হয়েছেন।  শুক্রবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলার গোগা ইউনিয়নের পাঁচ ভুলোট দাখিল মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। 

এ সময় বেশ কিছু দোকানপাট ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় গোগা ইউনিয়নে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় বড় ধরণের সংঘর্ষের আশংকা করছে এলাকাবাসী। পুলিশ ইউনিয়নের বিভিন্ন এলাকায় টহল জোরদার করেছে। 

আহতরা হলেন ইউনিয়নের অগ্রভুলোট এলাকার ফজর আলী (৪০), আশরাফুল ইসলাম (৩০) ও রবিউল ইসলাম (৪০)। তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে স্বতন্ত্র প্রাথী তবিরব রহমান সমর্থকের লোকজন গোগা বাজার পোস্টার লাগাচ্ছিল। এসময় নৌকা প্রতীকের প্রাথী আব্দুর রশিদের সমর্থকরা পোস্টার লাগাতে নিষেধ করে। বাক-বিতন্ডার এক পযার্য়ে দু‘পক্ষের হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ ঘটনার জের ধরে শুক্রবার সকালে তরিকুল নামে আনারস প্রতীকের এক সমর্থকের বাড়িতে হামলা চালানোর চেস্টা করে নৌকার লোকজন। খবর পেয়ে আনারস প্রতীকের লোকজন ছুটে এলে দু‘পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় সেখানে কয়েকটি বোমা বিস্ফোরণ ও গুলি ছোড়া হয়। এতে ফজের আলীর হাতে ও আশরাফুলের উরুতে গুলি এবং রবিউলের শরীরে বোমার স্প্রিন্টার লাগে। 

এলাকার লোকজন আরো জানান, সংঘর্ষের সময় স্বতন্ত্র প্রার্থী তবিবর রহমানের (তবি মেম্বর) আনারস প্রতীকের নির্বাচনী কার্যালয়ে প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী (নৌকা) আব্দুর রশিদের লোকজন হামলা চালায়। তারা নির্বাচনী অফিস ও বেশ কিছু দোকানপাটও ভাংচুর করে সন্ত্রাসীরা। এ ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ভয়েতে ঘরের বাইরে কেউ বের হতে সাহস পাচ্ছে না। নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুর রশিদ ও বিদ্রোহী প্রার্থী বর্তমান মেম্বর তবিবর দু‘জনেই শক্তিশালী। সে কারণে এলাকার লোকজন যে কোন সময় বড় ধরণের সংঘর্ষের আশংকা করছেন।

আহতরা জানান, তাদেরকে প্রথমে শার্শার বুরুজবাগান স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহিনুর রহমান সোহাগ জানান, উরুতে আঘাতপ্রাপ্ত আশরাফুলের ২৪ ঘণ্টা পার না হলে কিছু বলা যাচ্ছে না। অন্য দুই জনের অবস্থা শঙ্কামুক্ত।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, এলাকাবাসীর মাধ্যমে জানতে পারি গোগা ইউনিয়নে পোস্টার লাগানো কে কেন্দ্র দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে গুলি বিনিময় হয়েছে। গুলিবিদ্ধ হয়ে কেউ আহত হয়েছে কিনা তিনি নিশ্চিত ভাবে বলতে পারেনি তবে ঘটনাস্থলে গিয়ে আহত দুইজনকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এখনো থানায় কোন পক্ষই কোন অভিযোগ করেনি। এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে। 
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি