ঢাকা, বুধবার   ১৩ নভেম্বর ২০২৪

শাহ আমানতে বিদেশি স্ত্রীকে ফেলে উধাও স্বামী!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩১, ৩ জুলাই ২০১৭ | আপডেট: ১৪:১৮, ৩ জুলাই ২০১৭

ছবি: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর।

ছবি: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর।

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি স্ত্রীকে ফেলে বাংলাদেশী স্বামী উধাও হওয়ার অভিযোগ পাওয়া গেছে। মালয়েশিয়ান ওই নারীকে উদ্ধার করেছে পুলিশ।

ওই নারীর নাম নূর সোহায়া (৪৬)।পাঁচ বছর আগে ফরিদপুরের মো. বাবলু নামের মালয়েশিয়াপ্রবাসী এক ব্যক্তির সঙ্গে তাঁর বিয়ে হয়। এক মাস আগে স্বামীর সঙ্গে তিনি বাংলাদেশে আসেন।

শুক্রবার রাতে স্বামীর সঙ্গে তাঁর মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। কিন্তু বিমানবন্দরে স্বামী তাঁকে ফেলে পাসপোর্টসহ অন্য কাগজপত্র নিয়ে উধাও হয়ে যান বলে পুলিশের কাছে অভিযোগ করেছেন তিনি।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম ভূঁইয়া বলেন, মালয়েশীয় নারীর নাম নূর সোহায়া (৪৬)। তিনি মালয় ভাষা ছাড়া অন্য কোনো ভাষা বলতে পারেন না। একজন দোভাষীর মাধ্যমে তাঁর কাছ থেকে পুলিশ জানতে পেরেছে যে, চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে মালয়েশিয়া যাওয়ার জন্য ফরিদপুর থেকে বাসে করে তাঁরা শুক্রবার চট্টগ্রামে আসেন।

ওসি বলেন, শুক্রবার রাত দেড়টার দিকে বিমানবন্দরে কাঁদছিলেন ওই নারী। এ সময় অভিবাসন পুলিশ তাঁর সঙ্গে কথা বলার চেষ্টা করে। কিন্তু ভাষার সমস্যা হওয়ায় পরে তাঁকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়। তিনি বলেন, বিষয়টি নিয়ে মালয়েশিয়া দূতাবাসে যোগাযোগ করা হচ্ছে। এ ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নিয়ে ওই নারী বিমানবন্দরে এসেছিলেন কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে রোববার মালয়েশীয় নারীকে একজন ভুক্তভোগী হিসেবে চট্টগ্রাম আদালতে হাজির করে পুলিশ। চট্টগ্রাম মহানগর হাকিম এস এম মাসুদ পারভেজ তাঁকে হাটহাজারীর ফরহাদাবাদে নিরাপদ হেফাজতি কেন্দ্রে (সেফ হোম) পাঠানোর নির্দেশ দেন।

//এআর

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি