ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪১, ১১ আগস্ট ২০১৭ | আপডেট: ২২:২২, ১১ আগস্ট ২০১৭

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বিমানবন্দরের মূল ভবনের ২ নং টার্মিনালের তৃতীয় তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। 

ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার দুপুর দেড়টার দিকে এয়ার ইন্ডিয়ার একটি অফিস থেকে আগুনের সুত্রপাত হয়।  বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনার পর আতংকে বিমানবন্দরের কর্মকর্তারা নিচে চলে আসেন।

বিমানবন্দরের আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার তারিক আহমেদ গণমাধ্যমকে জানান, আগুনের ফলে প্রচুর ধোঁয়া ছড়িয়ে পড়েছে। এর পর পরই বহির্গমনের কার্যক্রম বন্ধ রয়েছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন।

ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তবে পুরো এলাকা এখন আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। যাত্রী এবং কর্মকর্তা-কর্মচারীদের নিরাপদে সড়িয়ে নেওয়া হয়েছে বলেও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

বিস্তারিত আসছে….

আর/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি