ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

শাহজালালে ময়লার ঝুড়িতে মিলল ৪৮টি সোনার বার

প্রকাশিত : ১২:৩৬, ২৩ মার্চ ২০১৯

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ময়লার ঝুড়ি থেকে প্রায় ৪৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। উদ্ধার হওয়া এ সব সোনার বাজার মূল্য পৌনে ৮ কোটি টাকা।

শনিবার সকালে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অধিদফতরের কর্মকর্তারা রাত দেড়টার দিকে সেখানে যান। এরপর ৭ নম্বর বোর্ডিং ব্রিজের পাশে পুরুষ বাথরুমের আবর্জনা ফেলার ঝুড়ি থেকে সাদা স্কচটেপে মোড়ানো অবস্থায় ৯টি প্যাকেট পাওয়া যায়। পরে প্যাকেটগুলো খুলে সোনার বার পাওয়া যায়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উদ্ধার হওয়া সোনার ওজন ১৫ কেজি ৭৩ গ্রাম। এই সোনার বাজার মূল্য ৭ কোটি ৮৬ লাখ ৯০ হাজার টাকা।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি