শাহজালালে সতর্কতা জারি, ফ্লাইটে মেলেনি বোমা
প্রকাশিত : ১০:৫৯, ২২ জানুয়ারি ২০২৫ | আপডেট: ১১:০৮, ২২ জানুয়ারি ২০২৫
ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা রয়েছে এমন আতঙ্কে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়। তবে নিরাপদে অবতরনের পর ফ্লাইটটিতে তল্লাশি চালানো হলেও মেলেনি বোমা।
বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টা ৩৫ মিনিটে বিমানটি অবতরণ করার আগেই হামলার হুমকি পায় বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিমানবন্দর সূত্র জানায়, বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি রোম থেকে ঢাকায় আসার পথে ওই বিমানে বোমা রয়েছে এমন তথ্য জানানো হয়। খবর পেয়ে বিমান বন্দরের নিরাপত্তায় বিমান বাহিনী, সিভিল এভিয়েশন ও এভসেক বিমান বন্দরের সার্বিক নিরাপত্তা জোরদার করে।
সকাল ৯টা ২৮ মিনিটে বিমনাটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। এরপর সকল যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
পরে বিমানে তল্লাশি চালিয়ে কিছুই পাওয়া যায়নি। এ অবস্থায় বিমানটি তৃতীয় টার্মিনালে নিয়ে যাত্রীদেরকে নিরাপদে পৌঁছে দেওয়া হয়েছে।
এ বিষয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান নির্বাহী কামরুল ইসলাম বলেন, যাত্রী ও ক্রুদের নিয়ে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করেছে।
ফ্লাইটটি মঙ্গলবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৮টায় রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দর থেকে রওনা হয়েছিল। ওই বিমানে ১৩ জন ক্রু ও ২৫৪ জন যাত্রী ছিল।
এএইচ
আরও পড়ুন