ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

শাহজালালে ১১ কেজি স্বর্ণসহ জাপানি নাগরিক আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৯, ১৩ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২১:১৫, ১৩ জানুয়ারি ২০১৮

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক জাপানি নাগরিকের কাছ থেকে ১১ কেজি স্বর্ণ উদ্ধার করেছে কাস্টম হাউসের প্রিভেন্টিভ দল। ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

সাইদুল ইসলাম জানান, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে সিঙ্গাপুর থেকে রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে আসা এক জাপানি নাগরিকের কাছ থেকে এক কেজি ওজনের ১১টি স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম হাউসের প্রিভেন্টিভ দল রিজেন্টের ফ্লাইটে নজর রাখছিল। ওই ফ্লাইটের একজন জাপানি যাত্রীকে গ্রিন চ্যানেল আসার পর আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি স্বর্ণ থাকার কথা অস্বীকার করলে তকে স্ক্যান করে এবং শরীরে তল্লাশি চালিয়ে ১১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ঘটনায় শুল্ক আইন, ১৯৬৯ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সাইদুল ইসলাম।

 

একে//এসএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি