ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শাহজালালে ২৫ কেজি সোনাসহ যাত্রী আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৪, ৬ আগস্ট ২০১৭ | আপডেট: ১৫:৪২, ৮ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে মো. জামিল আক্তার নামে এক যাত্রীর কাছ থেকে প্রায় ২৫ কেজি সোনা উদ্ধার করা হয়েছে

ঢাকা কাস্টম হাউস সূত্রে জানা যায়, ওই যাত্রী সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শনিবার সন্ধ্যার পর বিমানবন্দরে আসেন। জামিল আক্তার অসুস্থ সেজে হুইলচেয়ারে চড়ে গ্রিন চ্যানেল পার হচ্ছিলেন। এ সময় তার দেহ তল্লাশি করে ১০০ গ্রাম ওজনের ২৫০টি স্বর্ণবার পাওয়া যায়। এসব সোনার বারের ওজন প্রায় ২৫ কেজি। যার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ১২ কোটি টাকা।

 

//আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি