ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শাহজাহান সিরাজ সাজুর পিতার মুত্যুতে ইআরএফের শোক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৪, ৩ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) অর্থ সম্পাদক ও দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার বিশেষ প্রতিনিধি শাহজাহান সিরাজ সাজুর পিতা মোহাম্মদ মদন মিয়া গতকাল শুক্রবার নিজ বাসায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।

মোহাম্মদ মদন মিয়া দীর্ঘদিন হৃদরোগে ভুগছিলেন। তিনি ৩ ছেলে ও ১ মেয়েসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ জুম্মা ব্রাহ্মণবাড়ীয়ার নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

ইআরএফ সভাপতি সাইফুল ইসলাম দিলাল ও সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম এক বিবৃতিতে শাহজাহান সিরাজ সাজুর পিতার মুত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি