শাহবাগে গ্যাস বেলুনের দোকানে বিস্ফোরণ, দগ্ধ ৩
প্রকাশিত : ১০:২৭, ৬ এপ্রিল ২০২৫

রাজধানীর শাহবাগে একটি বেলুন হাউসে হাইড্রোজেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন দগ্ধ ও দুজন আহত হয়েছেন।
শনিবার (৫ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
দগ্ধরা হলেন—রিয়াজুল (৫৫), শাওন (২৫) ও ফয়েজ (৩০)। আহতরা হলেন—শামীম (৪৫) ও কালু (৩৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি জানান, শাহবাগে একটি বেলুনের দোকানে গ্যাস বেলুন বিস্ফোরণে তিনজন দগ্ধ ও দুজন আহত হন। দগ্ধদের মধ্যে রিয়াজুলের শরীরের ১০ শতাংশ, শাওনের ১৬ শতাংশ ও ফয়েজের ১৪ শতাংশ পুড়ে গেছে। তাদের মধ্যে দুজনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
এছাড়া শামীম ও কালু সামান্য আহত হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান ফারুক।
এর আগে শনিবার রাত ৯টা ৫৩ মিনিটে শাহবাগে টিনশেডের একটি ফুলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ১০টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং রাত ১১টা ২০ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নিভে যায়।
ফায়ার সার্ভিসের ধারণা, ঝুলন্ত বৈদ্যুতিক তার ও হাইড্রোজেন গ্যাস সিলিন্ডার থেকেই আগুন ও বিস্ফোরণের সূত্রপাত ঘটে থাকতে পারে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান বলেন, আগুনের সুনির্দিষ্ট কারণ এখনও বলা যাচ্ছে না। তবে আমরা দেখতে পেয়েছি, দোকানের বৈদ্যুতিক তারগুলো ঝুলন্ত অবস্থায় ছিল এবং সংযোগগুলো ছিল খুবই লুজ। ধারণা করছি, বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুন লেগে থাকতে পারে।
আগুন নিভলেও সিলিন্ডারগুলো এখনও বিপজ্জনক অবস্থায় আছে। তাই ওই এলাকা আপাতত জনসাধারণের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এএইচ
আরও পড়ুন