ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

শাহবাগে যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৭, ২০ ডিসেম্বর ২০১৭

রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের সামনে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। তবে এখনও কোন হতাহতের ঘটনা পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার এ তথ্য জানিয়েছেন।
রাসেল শিকদার বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
অপরদিকে প্রত্যক্ষদর্শী এক সংবাদকর্মী তার ফেসবুকে কিছু ছবি পোস্ট করে লিখেছেন, দুপুর ১২টার দিকে শাহবাগ মোড়ে দাঁড়িয়ে আছি গাড়ির জন্য। আকস্মিকভাবে চলন্ত একটি গাড়িতে বিস্ফোরণের শব্দ হলো। এরপর গাড়ি থেকে ধোঁয়া উড়তে দেখা গেল। প্রাণ বাঁচাতে মুহূর্তের মধ্যে হুড়োহুড়ি করে গাড়ির যাত্রীরা জানালা ও দরজা দিয়ে নেমে পড়েন। এর কিছুক্ষণ পর আরও বিকট শব্দে বিস্ফোরণে গোটা গাড়ি ভয়াবহ আগুনে ছেয়ে যায়। পরে গাড়ির যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়-গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে।
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি