ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শাহরুখের মাথায় সেরা মুকুট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫০, ১২ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম-এর ৪৮তম বার্ষিক সম্মেলনের অংশ হিসেবে ২৪তম অ্যানুয়াল ক্রিস্টাল অ্যাওয়ার্ডে সম্মানিত হচ্ছেন শাহরুখ খান। ভারতে নারী এবং শিশুদের অধিকারের ক্ষেত্রে তাঁর ভূমিকার জন্যই এই সম্মান পেতে যাচ্ছেন তিনি। অন্যান্য পুরস্কার প্রাপকদের মধ্যে রয়েছেন অভিনেতা-পরিচালক কেট ব্ল্যাংকেট এবং গায়ক এলটন জন।

স্বেচ্ছাসেবী সংস্থা মীর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শাহরুখ। এসিডে আক্রান্ত মহিলাদের চিকিৎসা থেকে তাদের আইনি সাহায্য, ভোকশনাল ট্রেনিং, পুনর্বাসন, বেঁচে থাকার রসদ জুগিয়ে যাচ্ছে শাহরুখের এই ফাউন্ডেশন।

এছাড়া শিশুদের জন্য হসপিটাল ওয়ার্ড, ক্যান্সারে চিকিৎসার ক্ষেত্রে আক্রান্ত শিশুদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রেও তাঁর ভূমিকা উল্লেখযোগ্য।

তবে এই সম্মান পেয়ে ধন্যবাদ জানাতেও ভোলেননি বলিউড বাদশাহ। আগামী ২২ জানুয়ারি এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সূত্র : আনন্দবাজার

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি