ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

শাহিদী তুলে নিলেন চতুর্থ হাফ সেঞ্চুরি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১০, ২০ সেপ্টেম্বর ২০১৮

আফগানিস্তানের মিডল অর্ডার ব্যাটসম্যান হাসমত উল্লাহ শাহিদী ক্যারিয়ারে চতুর্থ হাফ সেঞ্চুরি তুলে নিলেন। বাংলাদেশের বিপক্ষে নিজের ২৪তম ম্যাচে এ কীর্তি গড়েন তিনি।  এদিকে শাহিদীর ব্যাটে ভর করে বড় সংগ্রহের দিকে এগুচ্ছে টিম আফগানিস্তান।

শুরু থেকে টাইগার বোলারদের দেখেশুনে খেলতে থাকলেও, ক্রমেই টাইগার বোলারদেও উপর চড়াও হয়ে উঠছেন শাহিদী। আজগর আফগানকে হারানোর পর তার ব্যাটের উপর ভর করেই দ্বিতীয় বিপর্যয় কাটিয়ে উঠার চেষ্টা করছে দলটি।

এদিকে আবু হায়দার রনির পর সাকিবের জোড়া আঘাতে ফের ব্যাকফুটে চলে গিয়েছিল আফগানিস্তান। শেষ খবর পাওয়া পর্যন্ত দলটির সংগ্রহ ৩৬ ওভার ৫ বলে ১৪৯ রান। হাতে উইকেট রয়েছে আরও ৫টি। এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় আফগানিস্তান। মাত্র ২৮ রানে দুই উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে দলটি।

তবে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে দলকে বড় সংগ্রহের স্বপ্ন দেখাচ্ছিলেন শাহজাদ ও হাশমত উল্লাহ শাহিদী। এই জুটি ৫১ রান যোগ করার পরই সাকিব আল হাসান আঘাত হানেন। বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান তিন উইকেট তুলে নিয়েছেন।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি