ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

শাড়ি-টিপ পড়ে রাস্তায় গৌতম গাম্ভীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪১, ১৪ সেপ্টেম্বর ২০১৮

ক্রিকেটার গৌতম গম্ভীরকে সম্প্রতি ‘হিজরা হাব্বা’র সপ্তম সংস্করণের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা গেছে। এ দিন একটু অন্যরূপেই দেখা মিলল বা-হাতি এই ব্যাটসম্যানকে। হিজরাদের সমর্থনে গৌতমের পরনে ছিল ওড়না আর কপালে ছিল টিপ।

দিল্লিতে অনুষ্ঠিত বাৎসরিক ওই ‘হিজরা হাব্বা’র অনুষ্ঠানে সম্মিলিত হয়েছিলেন হিজরা সম্প্রদায়ের লোকেরা।অনুষ্ঠানের আয়োজন করেন ‘ইন্ডিয়া এইচআইভি/ এইডস অ্যালায়েন্স।

চলতি বছরে ‘হিজরা হাব্বা’র থিম ‘এইভাবেই জন্মেছি’। মূলত হিজরাদের মনোবল  বৃদ্ধিতে করতেই প্রতি বছর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গৌতম বরাবরই স্পষ্টবক্তা। ভারত-পাক সম্পর্ক হোক বা এক্কেবারে সামাজিক কোনও বিষয়, নিজের মতামতটা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতে ভোলেন না তিনি।হিজরাদের সমর্থন করতে এই প্রথম নয়, এর আগেও তাদের কাছ থেকে রাখি পড়ে সোশ্যাল মিডিয়াতে তা শেয়ার করেন তিনি।

 

এমএইচ/ এসএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি