ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

শিক্ষক নিয়োগ দিবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৮, ২ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ২২:৪৭, ২ ফেব্রুয়ারি ২০১৮

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং সহকারী অধ্যাপক হসেবে ২১ জনকে নিয়োগ দেবে। অগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।

পদেরন নাম ও পদসংখ্যা

১) অধ্যাপক

ক) ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি-০১ টি

খ) অর্থোপেডিক সার্জারি (অর্থোস্কোপি)-০১ টি

গ) হেমাটোলজি-০১ টি

ঘ) চর্ম ও যৌন রোগ-০১ টি

ঙ) হেপাটোলজি-০১ টি

বেতন

নিয়োগপ্রাপ্তদে মাসিক ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা স্কেলে বেতন ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

২) সহযোগী অধ্যাপক

ক) নিওন্যাটোলজি-০১ টি

খ) ভাসকুলার সার্জারি-০১ টি

গ) অবস:এন্ড গাইনী-০১ টি

ঘ) ট্রান্সফিউশন মেডিসিন-০১ টি

ঙ)কমিউনিটি অপথালমোলজি-০১ টি

চ) শিশু সার্জারি-০১ টি

বেতন

নিয়োগপ্রাপ্তদে মাসিক ৫০,০০০-৭১,২০০ টাকা স্কেলে বেতন ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

 

৩) সহকারী অধ্যাপক

ক) সাইকিয়াট্রি (অ্যাডাল্ট সাইকিয়াট্রি)-০১ টি

খ) মাইক্রোবায়োলজি-০১ টি

গ) ইউরোলজি-০১ টি

ঘ) শিশু-০১ ট

ঙ) অবস: এন্ড গাইনী-০১ টি

চ) পেডোডটিক্স-০১ টি

ছ) আনকোলজি-০১ টি

জ) সার্জারি (সার্জিক্যাল অনকোলজি)-০১ টি

ঝ) কমিউনিটি অফথালমোলজি-০১ টি

ঞ) ট্রান্সফিউশন মেডিসিন-০১ টি

ট) পাবালিক হেলথ এন্ড ইনফরমেটিক্স( মেডিক্যাল এডুকেশন)-০১ টি

বেতন

নিয়োগপ্রাপ্তদে মাসিক ৩৫,৫০০-৬৭.০১০ টাকা স্কেলে বেতন ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

 

আবেদনের নিয়ম

আবেদনের নিয়ম, যোগ্যতা এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে প্রতিষ্ঠানটির ওয়েবসাইট www.bsmmu.edu.bd এবং বিজ্ঞপ্তি দেখুন।

 

আবেদনের সময়সীমা

অগ্রহী প্রার্থীরা আগামী ২৭ ফেব্রুয়ারি২০১৮ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

সূত্র: দৈনিক জনকণ্ঠ (২৯ জানুয়ারি,২০১৮)

এম/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি